যশোর অফিস: সংক্রমন করোনা ভাইরাসে যশোর জেলায় বুধবার ২৩ ডিসেম্বর নতুন করে ৫জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫শ’ ৮৫জন। যশোরের সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে বলা হয়েছে,বুধবার ২৩ ডিসেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৪৩টি নমুনার রিপোর্ট প্রেরন করেন। এর মধ্যে ৪ জনের শরীরে সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ টি নমুনার রিপোর্ট প্রেরন করেন। যার সব ক’টি নেগেটিভ। গত ১০ মার্চ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত যশোর জেলা থেকে ২০ হাজার ৩শ’ ৩৭ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উক্ত দু’টি প্রতিষ্ঠান থেকে ২১ হাজার ৫শ’ ৯৪ জনের নমুনা প্রেরণ করেন। এর মধ্যে ৪ হাজার ৫শ’ ৮৫ জন সংক্রমন করোনা ভাইরাস পজিটিভ। আক্রান্তকারীদের মধ্যে ৩ হাজার ১শ’ ৬৫জন পুরুষ ও ১ হাজার ৪শ’ ২০ জন নারী। বুধবার যশোর জেলা থেকে ৫০ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে।#