আব্দুল্লাহ আল হাসিব: যশোরের মণিরামপুরেই সম্পন্ন হলো হিপ রিপ্লেসমেন্ট অপারেশন। মণিরামপুরের বাজারে অবস্থিত রোকেয়া ক্লিনিকে বিগত কিছুদিন আগে এই অপারেশন সফলভাবে সম্পন্ন করেছেন যশোর আদ্ব দীন মেডিকেল কলেজ হাসপাতালে অর্থপেডিক বিভাগের প্রধান ও যশোর পঙ্গু সেবা কেন্দ্রের সত্ত্বাধিকারী গরিবের ডাক্তার নামে খ্যাত ডাঃ নজরুল ইসলাম। অপারেশনের সময় ডাঃ নজরুল ইসলামের সহযোগী হিসাবে ছিলেন তার পুত্র ঢাকা পঙ্গু হাসপাতালে (নিটোর) এমএস অর্থোপেডিক্সে অধ্যায়নরত ও মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত। হিপ প্রতিস্থাপন বা টোটাল হিপ রিপ্লেসমেন্ট হল এমন এক সার্জারি যার মাধ্যমে উরুসন্ধির অসুস্থ তরুণাস্থি ও হাড়কে কেটে বাদ দিয়ে তার জায়গায় কৃত্রিম জয়েন্ট (প্রোস্থেসিস) বসানো হয়। ডাঃ নজরুল ইসলাম মণিরামপুরের গরিবের ডাক্তার নামে পরিচিত। খুলনা বিভাগের ভিতর সবথেকে কম টাকায় মণিরামপুর সহ যশোরের বিভিন্ন হাসপাতালে সকল অর্থপেডিক অপারেশন সফলভাবে সম্পন্ন করে আসছেন তিনি। মণিরামপুর থানা মোড়ে অবস্থিত তার নিজস্ব রোকেয়া ক্লিনিকে প্রায় ৪দশক ধরে হাড়ের জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা দিয়ে মানুষের অর্থনৈতিক সাশ্রয় এবং পঙ্গুত্ব ভালো করে সকলের মনে জায়গা করে নিয়েছেন ডাঃ নজরুল ইসলাম। ডাঃ নজরুল ইসলাম বিভিন্ন হাড়ের জটিল অপারেশনের পথিকৃত সার্জন হিসেবে পরিচিত। দীর্ঘ দুই দশক আগে যশোর ২৫০শয্যা হাসপাতালে সর্বপ্রথম তিনি ইন্টারলকিং নেইলের মাধ্যমে হাড়ের অপারেশন সম্পন্ন করেন। বিগত কিছুদিন আগে মণিরামপুর উপজেলার স্বরুপদাহ গ্রামের মৃত আবুল কালামের ছেলে আয়ুব আলীর হিপ রিপ্লেসমেন্ট অপারেশন তার নিজস্ব রোকেয়া ক্লিনিকেই ২য় বারের মতো সম্পন্ন করেন তিনি। এর আগে রোকেয়া ক্লিনিকে ২০১৭ সালে পাশের উপজেলা কেশপুরের এক ব্যাক্তির টোটাল হিপ রিপ্লেসমেন্ট অপারেশন সম্পন্ন হয়। আয়ুব আলী বলেন, “নজরুল ডাক্তারের মতো একজন ভালো মানুষ হয় না। আমি দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে ঘুরে টাকার সংকটে অপারেশন করাতে পারছিলাম না। কিন্তু ডাক্তার নজরুল ইসলাম আমারে মণিরামপুরেই অন্য জায়গার থেকে প্রায় ২লাখ টাকা কমে অপারেশন করে দেছেন। আমি তার চিকিৎসায় খুশি। আল্লাহ তাকে বাচায় রাখুক, দোয়া করি।”