কালিগঞ্জ(সাতক্ষীরা)প্রতিনিধি।। বাংলাদেশ কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখায় ইমরান হোসেন (২৮) নামে এক যুবকে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ব্যাংকটি ঘিরে ফেলে এই যুবককে আটক করে। সে উপজেলার বারদাহ গ্রামের আজিজুর রহমানের ছেলে। কৃষি ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ আজিজুর রহমান জানান, ব্যাংকিং কার্যক্রম শেষ হওয়ার পর রাত ৮টার দিকে সকল অফিসারসহ আমি ব্যাংক ত্যাগ করেন। রাত সাড়ে ৯টা দিকে তিনি মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন নৈশপ্রহরী মনিরুজ্জামান ব্যাংক বন্ধের সময় বাথরুম থেকে একজন যুবক দৌড়ে পালানো চেষ্টা করছে। এসময় তাকে জাপটে ধরলে ঐ যুবক ১ লাখ টাকা দাবী করে ধস্তাধস্তির পর নৈশ প্রহরীর মুখে কামড় দিলে কৌশলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভাড়ায় মটর সাইকেল চালাক এক যুবক দুইজন লোক নিয়ে ব্যাংকে এসেছিল। কিন্ত ঐ যুবক কিছু খেয়ে বাথরুমে যেয়ে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে ঘুম ভাংঙলে নৈশ প্রহরীর সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঐ যুবককে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চুরির অপরাধে তার বিরুদ্ধে মামলা হওয়ায় আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। থানায় মামলা নং- ১৭, তারিখ ২১/১২/২০২০।