শার্শা প্রতিনিধি : যশোরের শার্শায় বারিপোতা যুব সংঘ পাঠাগার ফুটবল লীগের আট দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শক্তিশালী সবুর ফুটবল একাদশ এবং চন্দন ফুটবল একাদশ। রবিবার বিকাল ৩ টার সময় বারিপোতা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোল নামক সোনার হরিণের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মাথায় সবুর ফুটবল একাদশের ৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় রকির দেওয়া গোলে দলকে এগিয়ে নিয়ে নিলেও খেলার ২৭ মিনিটের মাথায় চন্দন ফুটবল একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় চঞ্চলের গোলে সমতায় ফিরে আসে। উভয় দল ১-১ গোলে ড্র করে খেলা শেষ করায় পরিশেষে ট্রাইব্রেকারে রুপ নেয় খেলাটি। ট্রাইব্রেকারে পাঁচটি করে গোলশর্টে ৩-২ গোলে সবুর ফুটবল একাদশকে পিছনে ফেলে চাম্পিয়ন শিরোপা ঘরে তুলে নেয় চন্দন ফুটবল একাদশ। বারিপোতা যুব সংঘ ও পাঠাগারের আয়োজনে উক্ত ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য ও নাভারণ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোরাদ হোসেন,বারিপোতা আলমগীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামরুল ইসলাম, ইউপি সদস্য নাসিম রেজা পিন্টু, যুবলীগ নেতা মোখলেছুর রহমান কাকন, বারিপোতা গ্রাম কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের, প্রভাষক মোমিনুর রহমান, দেলোয়ার হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা ও সভাপতিত্ব করেন বারিপোতা গ্রাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।