দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান দেবহাটা যুব সংঘের আয়োজনে ডিপিএল ও বিজয় কৃঞ্চ পাল স্মৃতি আটদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেছেন। দেবহাটা ফুটবল মাঠে সকাল ১০ টায় অনুষ্ঠিত বিজয় কৃঞ্চ পাল স্মৃতি ক্রিকেটের ফাইনালে একদিকে অংশগ্রহন করে বসন্তপুর ক্রিকেট একাদশ ও অন্যদিকে অংশগ্রহন করে টাউনশ্রীপুর ক্রিকেট একাদশ। খেলায় বসন্তপুর ক্রিকেট একাদশ জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সাব্বির হোসেন ও সাজ্জাদ হোসেন। পরে একই মাঠে বিকাল সাড়ে ৪ টায় ডিপিএল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়ামোদী রামকৃঞ্চ দত্ত। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বর্তমানে ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ এবং দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই নয়ন চৌধুরী, দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজিমউদ্দীন, উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সিনিয়র সাংবাদিক আর.কে.বাপ্পা, বিশিষ্ট ক্রিয়ানুরাগী জিন্নাত আলী প্রমুখ। আয়োজক কমিটির মধ্যে এসময় অনিক দত্ত, বিশ্বজিত দত্ত, সমীর পাল, আশিক ও দিপু প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে ক্রিয়া অনুশীলন ও ক্রিয়ার উন্নয়নে সবধরনের সহযোগীতার আশ্বাস দিয়ে বলেন, লেখাপড়ার পাশাপাশি ক্রিয়ানুরাগী হতে হবে। আজ বাংলাদেশ ক্রিয়ার মাধ্যমেই বিশ্বের দরবারে পরিচিত লাভ করেছে অতি দ্রুত। সরকার ক্রিয়ার উন্নয়নে যে সকল কাজ করছে তার বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে তিনি আহবান জানান। দেবহাটা ক্রিকেট যুব সংঘের আয়োজনে ভিন্নধর্মী উক্ত ক্রিকেট টুর্নামেন্টে দেখতে বিভিন্ন ক্রিয়ামোদী দর্শকেরা সমবেত হন।