1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২, জমি নেই,ঘর নইে শার্শায় প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ গৃহহীনরা পাবে ৫০টি ঘর

  • প্রকাশের সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৮ বার সংবাদটি পাঠিত

শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ’মুজিবশতবর্ষ’ উপলক্ষে ৫০টি ভুমিহীন পরিবার পাচ্ছে দু’কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর। প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২এর আওতায় উপজেলার ৫০টি পরিবারকে মোট ৮৫লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে দু’কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর নির্মান করা হচ্ছে। মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না, সরকারের এমন নির্দেশনায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। তালিকাভুক্ত সুবিধাভোগীদের জন্য চলছে যাছাই-বাছাইয়ের কাজ। মুজিব শতবর্ষে ’জমি নেই ঘর নেই’ সরকার এমন পরিবারকে খাস জমিতে গৃহ নির্মান করার সিদ্ধান্ত নিয়েছে। উপজেলার উলাশী বাজারের সাথে ও পাশে এবং বালুন্ডা বাজারের পাশে দখলমুক্ত হওয়া সরকারী খাস জমিতে গৃহহীনদের জন্য এসব দু’কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের ব্যয় নির্ধারন করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, গৃহহীন পরিবারগুলোর জন্য সরকার মহাপরিল্পপনা গ্রহন করেছে। মুজিব শতবর্ষে সরকার ’জমি নেই ঘর নেই’ এমন সকল পরিবারকে ২ শতক খাস জমির উপর দু’কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর নির্মান করার পরিকল্পপনা গ্রহণ করেছে যা বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ-খবর নেয়া হচ্ছে। ঘরগুলি নির্মান শেষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ গৃহহীনদের মাঝে বিতরন করা হবে।

 

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION