1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ বিডি’র ব্যতিক্রমী বিজয় দিবস পালন

  • প্রকাশের সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২২ বার সংবাদটি পাঠিত

রূপদিয়া প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন উত্তরণ বাংলাদেশ ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি সাংগঠনিক কর্মশালার আয়োজন করে। এতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা চর্চা, দেশপ্রেম, মানব কল্যানে শিশু শিক্ষার্থীদের ভূমিকা বা করণীয়, স্বাধীণতা, মুক্তিযুদ্ধ ও বইপাঠের গুরুত্ব, বিষয়ক আলোচনা অনুষ্ঠান ও প্রতিযোগিতা পূর্ণ পরিবেশ সৃষ্টি করে হারিয়ে যাওয়া বিভিন্ন খেলার আয়োজন হয়। ১৮ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪.০০ টা পর্যন্ত অনুষ্ঠিতব্য ব্যাতিক্রমী এই আয়োজনে ২০ জন ক্ষুদে শিক্ষার্থীকে মোট ০৪ টি দলে বিভক্ত করা হয়। দলগুলির নামকরণ করা হয় যথাক্রমে শাপলা, পলাশ, গোলাপ এবং জুই। আয়োজিত প্রতিটি খেলায় প্রতিযোগিতার আমেজ রাখতে ০৫ জন করে একটি দল গঠন হয়। সারাদিনে অনুষ্ঠিতব্য খেলায় প্রথম স্থান অধিকার করে ‘পলাশ’ দল। এসময় গোল্লাছুট, বৌচি, এলাটিং বেলাটিং, ওপেনটি বায়োস্কোপ, কানামাছি, কপালটুক্কাটুক্কি, দড়াটানা, হা-ডুডু, সাতচাড়া, উচ্চ লাফ, দৌড় সহ মোট ১৩ টি খেলার আয়োজন করা হয়। পাশাপাশি মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক আলোচনা অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা করে শিক্ষার্থীদেরকে দেশপ্রেম, মানবকল্যান ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কর্মসূচীর আওত্তায় নেতৃত্ব প্রদানের প্রশিক্ষন দেওয়া হয়।আয়োজিত সাংগঠনিক কর্মশালা শেষে পুরষ্কার হিসেবে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিশুতোষ বই বিতরণ করা হয়। মূলত কোভিড-১৯ এর হিংস্রতায় দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘উত্তরণ বাংলাদেশ’ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া এবং বই বিতরণের মাধ্যমে শিশুকাল থেকেই এসব শিক্ষার্থীদেরকে বইপ্রেমী মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয় দিবস সম্পর্কে জানানোর উদ্দেশ্যে মহান বিজয় দিবসে এমন ব্যতিক্রমী আয়োজন করে। আজকের সাংগঠনিক কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দিন সানি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার তারিন আহম্মেদ, সদস্য হাসিবুল ইসলাম শান্ত, আনিশা তানভিন ঐশী, সিমান্ত হরি, আকাশ দে প্রমুখ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION