1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

রূপদিয়ায় গড়াই বাসের ধাক্কায় ৭ জন আহত

  • প্রকাশের সময় রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ১৮ বার সংবাদটি পাঠিত

রূপদিয়া প্রতিনিধি: যশোরের রূপদিয়ায় ফের দ্রুতগতীর গড়াই পরিবহণের ধাক্কায় নারী-পুরুষ ও শিশু সহ ৭জন আহত হয়েছে। শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারের মুনসেফপুর মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি ব্যাটারী চালিত ইজিবাইকে করে নওয়াপাড়ার রাজঘাট এলাকার ফাতেমা খাতুন, সোনিয়া আক্তার তাদের দুশিশু সন্তানসহ বসুন্দিয়ার জয়ান্তা গ্রামের জাহাঙ্গীর, বিপুল, মাহমুদুল রূপদিয়া থেকে বসুন্দিয়ার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে রূপদিয়া বাজারের মুনসেফপুর মোড়ে পৌচ্ছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতীর গড়াই স্পেশাল (নিউ-সুমন) ঢাকা মেট্রো-ব ১১-১০৬৬ পরিবহণ ধাক্কায় দুমড়ে-মুচড়ে সড়কে পাশে ছিটকে পড়ে। এসময় বাইকের মধ্যে থাকা শিশু, নারী সহ ৭জন যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিলে তাৎক্ষণিক ভাবে তাদেরকে যশোর মেডিকেল হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় পরিবহণের ড্রাইভার-হেলপার পালিয়ে যায়। খবর পেয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুপ্রভাত মণ্ডল, টুআইসি এএসআই মাসুদ পারভেজ ও এএসআই আজাদুল ইসলাম সহ একাধিক ফোর্স ঘটনাস্থলে এসে ঘাতক পরিবহণ সহ ক্ষতিগ্রস্থদের মালসামানা হেফাজতে নেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যবসায়ী সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে ব্যাস্ততম মহাসড়কটি দখল করে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ১০ চাকার ট্রাক নিয়মিত দাড়িয়ে থাকে। যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটার কথা বলা হলেও স্থানীয় এসকল ট্রাকের ড্রাইভারেরা কর্নপাত না করে প্রতিনিয়ত এ ধরনের কাজ করে চলেন। ঘটে যাওয়া এই ঘটনার সময়ও অন্তত ৩/৪ টি লোড ট্রাক মহাসড়ক দখল করে দাড়িয়ে ছিলো। দুর্ঘটনার পরপর এসব ট্রাক দ্রুত সটকে পড়ে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION