1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • প্রকাশের সময় সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৪ বার সংবাদটি পাঠিত
তাসনিমুল হাসান,ইবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের সাথে সাথে স্ব স্ব হলের আবাসিক শিক্ষকদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন হল প্রভোস্টগণ।
পতাকা উত্তোলন শেষে বেলা ১১ টায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস. এম. আব্দুল লতিফ।
পরে পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন হল, অনুষদ, বিভাগ, কর্মকর্তা সমিতি, বঙ্গবন্ধু পরিষদ অফিসার ইউনিট, অফিসার্স এসোসিয়েশন, সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতি, ইবি ল্যাব স্কুল এন্ড কলেজ, ইবি শাখা ছাত্রলীগ, ছাত্র মৈত্রী, ছাত্র ইউনিয়ন, ইবি রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক, পেশাজীবি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। নিরবতা পালন শেষে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া ও মোনাজাত করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতীব ড. শোয়েব আহমেদ।
এর আগে প্রথম প্রহরে (রাত ১২ টা ১ মিনিটে)
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীন মিনার ও মৃত্যুঞ্জয়ী মুজিব পাদদেশে মোমবাতি প্রজ্বলন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION