শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শায় রোববার সকালে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইটভাটা ব্যবসায়ীদের ও জমির মালিকের কাছ থেকে সাড়ে ৫ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটা ব্যবসায়ীদের বৈধ লাইসেন্স না থাকায় ও ধানীজমিসহ অন্যান্য উঁচু জমি থেকে মাটি সংগ্রহ করার সময় মেসার্স চৌধুরী ব্রিকস্কে ২ লাখ, মেসার্স মুকুল ব্রিকস্কে ২ লাখ ও মেসার্স মাহি ব্রিকস্কে ১ লাখ টাকা এবং ধানীজমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে জমির মালিক ধলদাহ গ্রামের ঝন্টুকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ টাকা আদায় করা হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি)কে সহায়তা করে পুলিশ বিভাগ। জনস্বার্থে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহি ম্যাজিস্ট্রেট রাশনা শারমিন মিথি।