স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনিরামপুর থানা শাখার একংশোর উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার মনিরামপুর বাজারঅস্থ দক্ষীণ মাথায় মনিরামপুর থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, মনিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মুসা।সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিএনপি একটি সুসংগঠিত দল, যদি দেশে সুষ্ঠ ভাবে ভোট হয় বিএনপির জয় শুনিশ্চি,মনিরামপুরে এতোদিন পকেট কমিটির মাধ্যমে পরিচালিত হতো যেটা এখন আর সম্ভব না, এবং মনিরামপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন লক্ষে সকল নেতৃবৃন্দ কে প্রস্তুত হতে নির্দেশ দেন। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন থানা বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জি,এম মিজানুর রহমান । উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষকদলের সভাপতি এ্যাডঃ মুজিবর রহমান,চালুয়াহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যন বজলুর রহমান,খানপুর ইউনিয়ন বিএনপির নেতা তোফাজ্জেল হোসেন,দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি নেতা আলতাফ হোসেন,সদর ইউনিয়ন বিএনপির নেতন আব্দুর রহিম সহ মনিরামপুর ১৭ ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এছাড়া বক্তব্য রাখেন মনিরামপুর পৌর বিএনপি নেতা শাহিনুর রহমান পান্না, জাহাঙ্গীর বিশ্বাস সহ নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ , সকলে তাদের বক্তব্যে বলেন সকল নেতৃবৃন্দ দূর্ঘদিন যাবত পকেট কমিটির মাধ্যমে নির্যারিত হচ্ছিলেন এখন তারা তাদের কথা মন খুলে বলার এবং শুষ্ঠ রাজনীতি করার পরিবেশ ফিরে পাচ্ছেন। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষকদল, তাঁতীদল,শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।