খেলা ডেস্কঃ করোনার এই সময় পাকিস্তানের দরিদ্র লোকজনের পাশে দাঁড়িয়েছেন শহীদ আফ্রিদি। আফ্রিদি নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনাভাইরাসের ব্যাপারে নিজ দেশের মানুষকে সচেতন ও দরিদ্র মানুষদের খাদ্য সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় তারকা যুবরাজ সিংও। অদৃশ্য শত্রু করোনার বিপে আফ্রিদির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ইচ্ছা তাঁর। তিনি ভারতীয়দেরও আফ্রিদির উদ্যোগে অর্থ সাহায্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুবরাজের এ ব্যাপারটি পছন্দ করছেন না অনেকেই। ভারতে এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা।আফ্রিদির উদ্যোগকে স্বাগত জানিয়ে টুইটারে একটা ভিডিও পোস্ট দিয়েছেন যুবরাজ। এতে ট্যাগ করেছেন সাবেক সতীর্থ হরভজন সিংকেও। এতে তিনি বলেছেন, ‘খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। এ সময়ে সবারই উচিত সেই সব মানুষদের পাশে দাঁড়ানো যারা আমাদের মতো ভাগ্যবান নন। এ সংকটে আমি আফ্রিদি ফাউন্ডেশনের পাশে দাঁড়াচ্ছি।’এরপর থেকেই শুরু হয়েছে সমালোচনা। যুবরাজ-হরভজনদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্রাণ তহবিলেই আগে দান করতে বলেছেন তাঁরা। নিজ দেশের জন্য এগিয়ে না আসায় যুবরাজকে ধুয়ে দিচ্ছেন তাঁরা সমালোচকেরা। বিশাখা নামের একজন লিখেছেন, ‘আশা করি এ সময় যুবরাজ ও হরভজন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দেশের অন্যান্য দাতব্য সংস্থায় অনুদান দেবেন।’ একজন তো যুবরাজকে বলেছেন, নিজ দেশে সাহায্য না দিয়ে তুমি পাকিস্তানিকে নিয়ে মেতেছ। আজ থেকে তুমি এক ভক্তকে হারালে চিরদিনের জন্য।’