1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

‘দরজা বন্ধ করে হলেও আইপিএল হোক’

  • প্রকাশের সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ১১১ বার সংবাদটি পাঠিত

খেলা ডেস্কঃআগামী ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল। কিন্তু সারা পৃথিবীজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে ভয়াবহ রূপ ধারণ করেছে, তাতে এ বছর আইপিএল আদৌ হবে কিনা, এ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে আইপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলো রীতিমতো মরিয়া এটির আয়োজনে। তাঁদের মতে, দর্শকশূন্য মাঠ, শুধু ভারতীয় ক্রিকেটার কিংবা সংপ্তি পরিসরে হলেও আইপিএল হোক।রাজস্থান রয়্যালসের অন্যতম মালিক মনোজ বাদালে মুখপাত্র হয়েই বললেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মনের কথা, ‘আমার মনে হয় কোনো না কোনোভাবে আইপিএল হোক। কাটছাঁট করে হলেও এটা হওয়া উচিত। ক্রিকেটের জন্য আইপিএল খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ড যদি এক সঙ্গে উদ্যোগ নেয়, তাহলে আইপিএল হতেই পারে। যদি কেবল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে আইপিএল আয়োজন করতে হয়, কিংবা দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হয়, তাতেও আমরা রাজি আছি।’আইপিএল যে ক্রিকেটারদের আর্থিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ, বাদাল মনে করিয়ে দিয়েছেন সেটিও,‘আইপিএল খেলোয়াড়দের কাছে আর্থিক দিক দিয়ে তাৎপর্যপূর্ণ। আয়োজকদের জন্যও গুরুত্বপূর্ণ। সমান গুরুত্বপূর্ণ সম্প্রচারকারী সংস্থার জন্যও। এটি না হলে কেবল খেলোয়াড়েরাই তিগ্রস্ত হবে না অনেকেরই জীবিকাও তিগ্রস্ত হবে। ক্রিকেট-অর্থনীতিকে বাঁচাতে হলে দরজা বন্ধ করে হলেও আইপিএল আয়োজন করতে হবে।’করোনাভাইরাস পৃথিবীময় নজিরবিহীন এক পরিস্থিতির সৃষ্টি করেছে। সারা দুনিয়াই কার্যত লকডাউন হয়ে আছে এর সংক্রমণ থেকে বাঁচতে। ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গেছে। খেলাধুলাও বন্ধ।ইংলিশ প্রিমিয়ার লিগ, ইতালীয় সিরি ‘আ’, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ সব বন্ধ। ফিফা বাতিল করে দিয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। চ্যাম্পিয়নস লিগ বন্ধ করে উয়েফা এক বছর পিছিয়ে দিয়েছে ইউরো। পিছিয়ে গেছে অলিম্পিক ও কোপা আমেরিকা প্রতিযোগিতা। এ মুহূর্তে বন্ধ প্রতিটি ক্রিকেট সিরিজ, এমনকি ক্রিকেট খেলুড়ে দেশগুলোর ঘরোয়া প্রতিযোগিতাও।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION