সংবাদ বিজ্ঞপ্তি: গতকাল শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সেরা শিক্ষক-গবেষককের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা জানায়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের তালিকায় যবিপ্রবির উপাচার্যসহ আরও তিন জনও ছিলেন। সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের তালিকাটি অস্পষ্ট থাকায় এ নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গতকাল শিক্ষক সমিতির সম্মাননা অনুষ্ঠানের ব্যনারের দিকে নির্দেশ করে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, ‘আমার নামটি এখানে জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার নামের সাথে আরেক জনের নামের সাথে মিল থাকায় কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। কারণ অধ্যাপক ড. আনোয়ার হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আরেকজন শিক্ষক ছিলেন, যিনি অনেক আগে বিশ্ববিদ্যালয় থেকে অবসরে যান। যেকোনো কারণে তাঁর পেপার এবং আমার পেপারের সাইটেশনের কিছুটা অস্পষ্টতা আছে। এটি পরিস্কার করার জন্য আমার গবেষক দল কাজ করছে।’ এ অস্পষ্টতা দূর করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগও করা কয়েছে। যেহেতু নামসহ আরও কিছু তথ্য যবিপ্রবি উপাচার্যের সাথে মিল আছে, সে কারণে এ ধরণের বিভ্রান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যবিপ্রবি উপাচার্য কোথাও সেরা বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম থাকার বিষয়ে দাবিও করেননি। সুতরাং এ সংক্রান্ত সংবাদে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করা যাচ্ছে।