তাসনিমুল হাসান:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’র ২য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ২য় বর্ষপূর্তিতে উন্মুক্ত অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। প্রতিযোগিতাটি সকাল ১১টার ঠিক ১ মিনিট আগে “ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি” পেইজ এবং গ্রুপ থেকে একটা লিংক শেয়ার করা হয়। সেই লিংক এ প্রবেশ করে শিক্ষার্থীদের নাম, বিভাগ, সেশন, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার পূরণ করে নেক্সট বাটনে টাইপ করে কুইজে অংশগ্রহণ করে। ৩০ টি এমসিকিউ প্রশ্ন ২০ মিনিটের মধ্যে সেগুলোর উত্তর সাবমিট করতে হয়েছে। এবং আগামী ১৬ ই ডিসেম্বর ফলাফল ঘোষণা এবং পুরষ্কার বিতরণ করা হবে।
এছাড়া সংগঠনের সভাপতি মুরতাজা হাসানের সভাপতিত্বে রাতে ভার্চুয়াল আলোচনার আয়োজন করা হবে। আলোচনায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সালেহ শামীম এবং বিশেষ অতিথি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহফুজ আহমেদ।
ইবি রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মুরতুজা হাসান বলেন, ইচ্ছা ছিলো ২য় বর্ষপূর্তি আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে উদযাপন করবো। কিন্তু করোনা পরিস্থিতিতে বর্ষপূর্তি উদযাপন অফলাইনে করতে না পারলেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। অনলাইন কুইজ প্রতিযোগিতায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করায় সংগঠনটির পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি।