শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় অবস্থিত শুভ্র সেন্টারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি করোনায় ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে। আমাদের দেশেও শীতের সময় করোনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ফের মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা সোয়া দুই লাখ ছাড়িয়েছে। তবে বাংলাদেশে এখনো মৃত্যুর হার তুলনামূলক কম রয়েছে।
দেশের স্বাস্থ্যসেবা ভালো উল্লেখ করে তিনি আরো বলেন, দেশের মানুষ স্বাস্থ্যবিধি মেনেছে বলেই ভালো আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে। অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সব কারখানাও খুলে দেয়া হয়েছে।