চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আম, কাঁসা ও নকশিকাঁথার রাজধানী চাঁপাইনবাবগঞ্জ জেলায় “চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ” এর আয়োজনে ১ম কারাতে ব্লাক বেল্ট ড্যান পরিক্ষায় উত্তীর্ন পরিক্ষার্থীদের বেল্ট ও সনদ বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, অত্র একাডেমীর প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আবু সাঈদ আল জিহাদ, দপ্তর সম্পাদক রাগিব আঞ্জুম, প্রচার সম্পাদক মশিউর রহমান, কার্যনির্বাহি সদস্য মিজানুর রহমান, অত্ত একাডেমীর বিভিন্ন ছাত্র-ছাত্রী সহ অভিভাবক বৃন্দ। প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক জানান, চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ ছাত্র-ছাত্রীদের মাদক থেকে দূরে রাখা, নারী নির্যাতন এর হাত থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ এ কাজ করা, ও জাতীয় আন্তর্জাতিক খেলোয়াড় তৈরীর জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অত্র একাডেমীর পথ চলা। তিনি আরো জানান, গত ১৮/০৯/২০২০ তারিখ রোজ শুক্রবার অত্র একাডেমীর আয়োজনে এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন ও বাংলাদেশ ইয়ূথ ক্যাডেট ফোরাম এর সহযোগিতায় ৫ম কারাতে কিউ ও ১ম কারাতে ড্যান পরিক্ষা অনুষ্ঠিত হয় এবং তারই ধারাবাহিকতায় কারাতে ড্যান পরিক্ষায় উত্তীর্ণ সকল কারাতে ছাত্রদের আজ বেল্ট বিতরন করা হয়। এ নিয়ে তিনি তাহার সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য একান্ত দোয়া কামনা করেন।