দেবহাটা প্রতিনিধি: বিনাশ করতে আর জগতের শান্তি প্রতিষ্ঠিতা হবে এই বিশ্বাস নিয়ে দেবহাটা উপজেলার প্রাই ২০ টি পূজা মন্ডপ স্বাস্থ্যবিধি মেনে চলছে সাজসজ্জা ও প্রতিমা তৈরির কাজ। আগামী ২২অক্টোবর ষষ্টীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। অন্যন্য বছর উপজেলার ৫টি ইউনিয়নে ২১ টি পূজা মন্ডপে উদযাপন করা হয় দুর্গোৎসব। সে গুলা যথাক্রমে কুলিয়া ইউনিয়নে ০৭টি, পারুলিয়া ইউনিয়নে ০৭টি, সখিপুর ইউনিয়নে ০২টি, নওয়াপাড়া ইউনিয়নে ১টি ও দেবহাটা ইউনিয়নে ০৪টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গা পূজা। আর এই পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে- কুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, হিজলডাঙ্গা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, বহেরা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, কুলিয়া ঘোষপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পশ্চিমপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, শ্যামনগর পূর্বপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও সুবর্নাবাদ সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, পারুলিয়া ইউনিয়নের উত্তর পারুলিয়া চারা বটতলা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দক্ষিন পারুলিয়া জেলেপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, সন্ন্যাসখোলা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, নোড়ারচক সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, বড়শান্তা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, মাঝ পারুলিয়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও উত্তর কোমরপুর সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, সখিপুর ইউনিয়নের উত্তর সখিপুর পালপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, কোঁড়া পাকড়াতলা সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ এবং দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, দেবহাটা ফুটবল মাঠ সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ, টাউনশ্রীপুর সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ ও টাউনশ্রীপুর পালপাড়া সর্বজনীন দূর্গাপূজা মন্ডপ। এই বেপারে জনতে চাইলে নাম প্রকাশে একজন বলে অন্যন্য বছরে দেবহাটা উপজেলায় ২১ টি পূজা মন্ডপে পূজা হলেও এই বছরে করোনা মহামরির জন্য দুই- তিন টা মন্ডপে পূজা না হতে পারে , এই সমায় প্রতিমা শিল্পীদের কাছে জানতে চাইলে তারা বলে অন্যন্য বছরে যেমন উৎসব উদ্দীপনার মধ্যো দিয়ে দূর্গোৎসব উদযাপন করা হয়। সেই তুলোনায় এই বছর মহামারি করোনা ভাইরাজের কারনে উৎসব উদ্দীপনা কম হবে। অন্যন্য বছরে যেমন দূর্গাপূজার কমপক্ষে এক মাস আগে থেকে পূজা মন্ডবে সাজসজ্জার কাজ শুরু হয়,সেই তুলোনায় এই বছর অনেকটা সাদা মাটা দূর্গাপূজা পালন করছে দেবহাটা উপজেলার মানুষ।