নিজস্ব প্রতিবেদক: ধর্ষকদের ছোটখাটো কোনো শাস্তি নয়, সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার তেজগাঁও সড়ক ভবনে সভা শেষে এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে গণতন্ত্র না থাকলে বিএনপি নেতারা প্রতিদিন সরকারের বিষোদগার করতে পারতো না। একদিকে মিথ্যাচার অন্যদিকে গলাবাজি, এসব বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকার সোচ্চার জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে এবং যারা আশ্রয় দিয়েছে প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ধর্ষক বা ধর্ষণকারীদের যেন কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না থাকে। ধর্ষকদের যারা আশ্রয় দিয়েছে তাদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হবে।
তিনি আরো বলেন, টাকা পয়সার বিনিময়ে কোন প্রকৌশলীকে পদায়ন করিনি। পদোন্নতি আর পদায়নে বাণিজ্য বন্ধ হয়েছে। জেষ্ঠ্যতার ভিত্তিতে পদোন্নতি দেয়া হচ্ছে।
ঢাকা- চট্টগ্রাম হাইওয়ে ও সাভার নবীনগর ফোর লাইনে ডিজাইনে ত্রুটি আছে যা দ্রুত সমাধান করে কাজ শেষ করার তাগিদ দেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ব্যবস্থা নিতে কড়া নির্দেশও দেন তিনি। এছাড়া নির্ধারিত সময়ে কাজ শেষ না করা ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় প্রকৌশলীদের প্রতি কড়া নির্দেশ দেন তিনি।