1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ভারতে অনুষ্ঠিত “চু জিন কারাতে ইন্টারন্যাশনাল ই- কাতা টুর্নামেন্ট-২০২০” এ সি.কে.ডি.এ.বি এর সফলতা

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৯ বার সংবাদটি পাঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভারতের কোলকাতা শহরে অনুষ্ঠিত ২৭/০৯/২০২০ তারিখ “চু জিন কারাতে ইন্টারন্যাশনাল ই-কাতা টুর্নামেন্ট-২০২০ এ বাংলাদেশের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ এর সফলতার সাথে বিভিন্ন পদক অর্জন করেছে। প্রতিষ্ঠাতা প্রধান প্রশিক্ষক আবু সাঈদ আল জিহাদ জানান, আমরা গত ১৮ তারিখ ভারতের কোলকাতা শহর থেকে “চু জিন কারাতে ইন্টারন্যাশনাল নামক একটি আন্তর্জাতিক অনলাইন কারাতে কাতা প্রতিযোগিতার জন্য চিঠি পেয়েছিলাম, পরে গত ২৪/০৯/২০২০ তারিখ কাতা ভিডিও করে অনলাইন এর মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আয়োজক শিহান ভিজায় শাউ কে ভিডিও পাঠানো হয় গত ২৭/০৯/২০২০ তারিখ উক্ত টুর্নামেন্ট এর খেলা শুরু হয় একের পর এক প্রতিনিধিত্ব করতে করতে বাংলাদেশের হয়ে ১৯ জন খেলোয়াড় অংশগ্রহন করে ২টি স্বর্ন, ৩টি রৌপ্য ও ৫টি তামার পদক অর্জন করেছে। অত্র একাডেমীর সভাপতি জনাব ডাঃ মো. গোলাম রাব্বানী ও সাধারন সম্পাদক জনাব প্রকৌশলি এ.এস.এ সোহাগ সহ কার্যনির্বাহী পরিশোধের সকল সদস্যগন সকল খেলোয়াড়দের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। পদক অর্জনকৃত কারাতে খেলোয়াড় হলেন, মো. আপন আলী (স্বর্ন), প্রিয়াংকা হালদার (স্বর্ন), রাগিব আঞ্জুম (রৌপ্য), রাহুল কুমার হালদার (রৌপ্য), শাখাওয়াত হোসেন (রৌপ্য), আবু আশকর সিদ্দিক (তামা), ময়েজ উদ্দিন (তামা), শ্রাবন্তি (তামা), শ্রীমতি কৃষ্ঞা (তামা), ও অদ্রিকা বারমান (তামা)।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION