মানিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুরে চাঁদাবাজির প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত হয়েছে হরিদাসকাঠি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক নিছার উদ্দীন।তিনি উপজেলার কুয়াদাহ কলেজের সহকারী অধ্যাপক।জমি-জমা সংক্রান্ত্র বিষয় নিয়ে শুক্রবার সকালে মধুপুর বাজারে এ ঘটনা ঘটে। নিছার উদ্দীনের স্ত্রী হাবিবা খাতুন জানান, মধুপুর বাজারে সন্তোষ পাল ৫ শতক জমি বিক্রয় করেন নির্মল পালের কাছে। এ জমি দখল করাকে কেন্দ্র করে সবুর হোসেনের ছেলে মুনির, নাইমুরসহ কয়েকজন যুবক নির্মলের কাছে সম্প্রতি ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানতে পেরে নিছার প্রতিবাদ করেন। প্রতিবাদের জের ধরে শুক্রবার সকাল আনুমানিক নয়টার দিকে নিছার উদ্দীন মধুপুর বাজারে গেলে মুনির এবং নাইমুরের নেতৃত্বে আব্দল্লাহ, সবুজসহ কয়েকজন যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে।পরে স্থানীয়রা নিছারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মানিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অভিযোগ রয়েছে এ সময় ঠেকাতে গেলে নিছার উদ্দিনের ছোটভাই হায়দার আলীকেও মারপিট করা হয়। খবর পেয়ে জেলা বিএনপি সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মুছা,থানা বিএনপির সভাপতি এ্যাডঃ শহীদ ইকবাল হোসেন,উপজেলা কৃষক দলের সভাপতি এডঃমুজিবার রহমান,থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জমান মিন্টু,প্রতিদিনের কন্ঠ পত্রিকার সম্পাদক সবেক ছাত্রনেতা ও পৌর বিএনপির সভাপতি পদপ্রার্থী শাহীনুর রহমান(পান্না),উপজেলা যুবদলের আহবায়ক পদপ্রার্থী মিজানুর রহমান,সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তাকে দেখতে যান। এবিষয়ে মনিরামপুর থানার ওসি(সার্বিক) রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন।তবে এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।