মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে একাদশ শ্রেণির এক কলেজছাত্রীর বিয়ের আয়োজন পণ্ড করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী।
রোববার বেলা ১১টার দিকে উপজেলার খদ্দগাংড়া গ্রামে কনের বাড়িতে অভিযান চালান তিনি। এসময় কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
আদালত চলাকালে পুলিশ ছাড়াও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার উপস্থিত ছিলেন।
তবে ওই সময় বর পক্ষের কাউকে পাওয়া যায়নি। মেয়েটি চলতি বছর এসএসসি পাশ করে সদ্য কলেজে ভর্তি হয়েছে।
এসিল্যান্ড খোরশেদ আলম বলেন, ‘রোববার সকালে কনের বাড়িতে বিয়ের আয়োজন চলছে- এমন খবরে পুলিশ নিয়ে সেখানে হাজির হই। ঘটনাস্থলে গিয়ে দেখি বিয়ের অনুষ্ঠানের আলোকসজ্জা, প্যান্ডেলসহ খাওয়ার আয়োজন চলছে।
তখন এসএসসির সার্টিফিকেট অনুযায়ী কনের জন্ম তারিখ দেখা যায় ২২ নভেম্বর ২০০৪; যা বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর পরিপন্থী। বাল্য বিয়ের আয়োজন করায় এসময় কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’