বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল বন্দর দিয়ে দিল্লির ছাড়পত্র না পাওয়ায় ৫দিন পর আজ শনিবার বন্দরে ভারতীয় পেঁয়াজবাহী প্রবেশের কথা থাকলেও কোন পেঁয়াজবাহী ট্রাক বন্দরে প্রবেশ করেনি।ভারতের পেট্রাপোল বন্দর থেকে লিও পারমিশন (আউট পাশ) না পাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে বন্দর সুত্রে জানা গেছে।
পুর্বের এলসিকৃত পেঁয়াজ বাংলাদেশে রপ্তানির নির্দেশনা দিয়ে শুক্রবার রাতে বন্দর ও কাস্টমসহ বিভিন দপ্তরে পত্র প্রেরণ করেছে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সেস এন্ড কাস্টমস কর্তৃপক্ষ (সিবিআইসি) । এর ফলে আবার পেঁয়াজের দাম কমতে পারে। কাস্টমস এক্ট প্রসিডর ৯,১২বি ধারামতে বলা হয়েছে, ১৪ সেপ্টম্বর ভারতের সব শুল্ক কাস্টমসে নির্দেশনা দেয়া হয় বাংলাদেশে ৭৫০ ডলারের নিচে পেয়াজ রফতানি করা যাবেনা। বাংলাদেশ আমদানিকারকদের-দাবি ও সরকারি তৎপরতায় ১৫ সেপ্টম্বর ভারতের রপ্তানিকারকরা পেঁয়াজ রপ্তানির আবেদন জানান। তারই পেক্ষিতে ১৮ সেপ্টম্বর পেঁয়াজ রফতানির অনুমতি দেয় ভারতের কেন্দ্রীয় শুল্ক অধিদপ্তর।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক গুলো সে দেশের সংশ্লিষ্ট রপ্তানি কারকরা পচন ধরার ভয়ে কোলকাতার বিভিন বাজারে সরিয়ে নিয়ে গেছে। সেখান থেকে বর্ডারে আসতে কিছুটা সময় লাগছে তাছাড়া বন্দর থেকে পেঁয়াজের ট্রাকের কোন লিও পারমিশন (আউট পাশ) না থাকায় আজ কোন পেঁয়াজের ট্রাক বেনাপোল বন্দরে ঢুকবে না বলে জানিয়েছেন ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী।তিনি আরো বলেন আশা করছি আগামীকাল সকাল থেকে পুর্বের ন্যায় এবন্দরে পেঁয়াজ আমদানি হবে।
বাংলাদেশ ভারত চেম্বর অব কমার্সের উপ-কমিটির পরিচালক মতিয়ার রহমান জানান, পেট্টাপোল বন্দরে ফতানির অপেক্ষায় থাকা প্রায় ১৫০ ট্রাক ও ঘোজাডাঙ্গা বন্দর সহ বিভিন শুল্কস্টেশনে আটকে থাকা পেঁয়াজ রপ্তানি নির্দেশনা পৌচ্ছে সংশ্লিষ্ট দপ্তরে। ফলে দেশে সব স্থল বন্দরে আসবে পেঁয়াজ। পূর্ব মূল্যেই আমদানি হচ্ছে বলে জানান তিনি। তবে কখন পেঁয়াজের চালান দেশে প্রবেশ করবে জানতে চাইলে বেনাপোল কাস্টমসের কার্গো ইনচার্জ আকসির মোল্লা জানান, লিও পারমিশন না থাকায় পেঁয়াজ ভর্তি কোন ট্রাক বেনাপোলে প্রবেশ করেনি। নিয়মানুযায়ী ভারত থেকে কোন পণ্যবাহি ট্রাক বাংলাদেশে প্রবেশের সময় কাষ্টমস থেকে গেট পাশ নিতে হয়। সকাল থেকে ভারতীয় সিএন্ডএফ এজেন্টের পক্ষ থেকে কোন গেট পাশ গ্রহন না করায় আজকে পেঁয়াজের কোন চালান ঢুকবে না।