ক্রীড়া রিপোর্টার : সোতকান কারাতে স্পোর্টস এ্যাসেসিয়েশন ইন্ডিয়া আয়োজিত কোভিড – ১৯ আন্তর্জাতিক ই-কাতা প্রতিযোগিতা ২০২০। এতে অংশগ্রহন করে বাংলাদেশ, ইন্ডিয়া, তানযেনিয়া, নেপাল, রাশিয়া, কেনিয়া ও চিলি। টিম চ্যাম্পিয়ন ইন্ডিয়া ও টিম রানার্সআপ বাংলাদেশ। উক্ত খেলায় প্রশিক্ষক সেন্সি মোঃ হায়দার আলির যশোরের মনিরামপুর কারাতে ইনিস্টিটিউট এ ৫ টি ছেলে এবং ১ টি মেয়ে অংশ নেয় তার ভিতর প্রথম স্থান অধিকার করে ৩ জন তারা হল ২১ বছর বয়সে কে, এম, রাশেদুল ইসলাম সজল, ১৯ বছর বয়সে মোঃ আসিফ আলি মোড়ল ও ১৩ বছর বয়সে সুমাইয়া সুলতানা লাবিবা এবং তৃতিয় স্থান অধিকার করে ১ জন ১৭ বছর বয়সে মোঃ নাঈম হোসেন। এছাড়া অংশ গ্রহন করে ৯ বছর বয়সে মোঃ হাসিবুর রহমান অনিক ও ১৮ বছর বয়সে মোঃ হাসিবুল ইসলাম বাবু।
এ ছাড়া সোতকান কারাতে স্পোর্টস এসোসিয়েশন বাংলাদেশের রেজাল্ট অনুসারে সেরা ১২ এর তালিকায় রয়েছে আসিফ আলি ও রাশেদুল ইসলাম সজল।