1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

ঝিনাইদাহ সংবাদ

  • প্রকাশের সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯ বার সংবাদটি পাঠিত

ঝিনাইদহে জন্মের সময় মায়ের মৃত্যু, ২৫ দিন পর বাবার আত্মহত্যা!
সিঝনাইদাহ প্রতিনিধিঃ জন্মের সময় মায়ের মৃত্যু আর জন্মের ২৫ দিন পর মারা গেলেন বাবা। মাত্র ২৫ দিন বয়সে বাবা-মাকে হারিয়ে এতিম হলো হতভাগা শিশু মাসুম। ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। শুক্রবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শিশুটির বাবা সোহেল আহমেদ। এর ২৫ দিন আগে সিজারিয়ান অপারেশনের সময় মারা যান তার মা মাছুরা বেগম। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন সোহেল আহমেদ। এদিকে সোহেলের আত্মহত্যার খবর পেয়ে তাদের বাড়িতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য অনোয়ারুল আজিম আনার। এ সময় তিনি পরিবারের খোঁজ খবর নেন এবং শোকাহত পরিবারের সদস্যদের সান্তনা দেন। নিহত সোহেলের বাবা সাইফুল ইসলাম বলেন, আমার বউমা মারা যাওয়ার পর থেকে ছেলেটি মানুসিকভাবে ভেঙে পড়েছিল। খাওয়া দাওয়া অনিয়মিত করায় অসুস্থ হয়ে পড়ে। প্রায়ই অস্বাভাবিক আচরণ করতো। সোহেল রাজমিস্ত্রীর কাজ করতো। শুক্রবার সকালে কাজে যাবে বলে পাশের বাড়ি একজন ডাকতে আসে। এ সময় তার ঘরে গিয়ে দেখে গলাই ফাঁস দিয়ে ঝুলে আছে। মহারাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার এরশাদ আলী বলেন, খবর পেয়ে শিশুটির বাড়িতে গিয়েছিলাম। অবুঝ শিশুটিকে দেখলে খুব মায়া হয়। কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই। এখন জনপ্রতিনিধি হিসেবে মরদেহ দাফন-কাফনের যাবতীয় ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, শিশু মাসুম এখনও বাবা-মাকে চিনতে শেখেনি। তার আগেই তারা পৃথিবী ছেড়ে চলে গেল। মাসুম বড় হয়ে হয়তো অন্য কারোর মধ্যে বাবা-মায়ের ভালোবাসা খুঁজে ফিরবে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আণোয়ারুল আজিম আনার বলেন, এতিম শিশুটিকে দেখে খুব কষ্ট হচ্ছে। আমি পরিবারের সঙ্গে কথা বলেছি। অবুঝ শিশুটিকে এখন দাদা-দাদি ও নানি যৌথভাবে মানুষ করবে। শিশুটি ও তার পরিবারের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার করবো।

 

 

কোটচাঁদপুরে সাংবাদিক ও তার পরিবারের উপর পূর্বপরিকল্পিত হামলা: থানায় অভিযোগ
কোটচাঁদপুর সংবাদদাতাঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে পূর্বপরিকল্পিত হামলায় পিতামাতাসহ সাংবাদিক গুরুত্বর আহত হয়েছে। এঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক মাতা। জানা গেছে কোটচাঁদপুর মেইন বাসস্ট্যান্ড এলাকায় জমিজমা সংক্রান্তের জের ধরে প্রতিবেশী মধুর ছেলে আনোয়ার হোসেনের হামলা ও মারধরে গুরুত্বর আহত হন স্থানীয় দৈনিক নবচিত্র পত্রিকার কোটচাঁদপুর প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম, তার পিতা আব্দুল আজিজ ও মাতা হাজেরা খাতুনসহ শহিদুল এর ছোট ভাই সাহিদ। (১১ই সেপ্টেম্বর) শুক্রবার রাত ৯ টার দিকে কোটচাঁদপুর সরকারি বনবিভাগ এলাকায় ওই ঘটনা ঘটে। নিজ বসতভিটায় বাড়ি করার লক্ষে প্রতিবেশীদের সাথে সীমানা ঠিক করার জন্য সামাজিক ভাবে স্থানীয় সুধীজনদের সাথে মতবিনিময় করা মূহুর্তে পূর্বপরিকল্পিত ভাবে আনোয়ার হোসেন (৩৫) অতর্কিত হামলা চালায়, সাংবাদিক শহিদুল ইসলামের ওপর। এসময় সাংবাদিকের পিতা আব্দুল আজিজ ঠেকাতে গেলে তার ওপরও হামলা চালায় আনোয়ার হোসেন গং। এতে গুরুতর জখম হয় শহিদুল ইসলাম। শহিদুল এর মা হাজেরা খাতুন ঠেকাতে আসলে তার মাকে বাঁশ দিয়ে আঘাত করে এবং পরিহিত পোষাক ম্যাকসি ছিঁড়ে দেয় আনোয়ার গং। সে সময় সাহিদ কেউ আঘাত করে এই আনোয়ার। এ বিষয়ে সাংবাদিকের মাতা কোটচাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এদিকে সাংবাদিক পরিবারের উপর পূর্বপরিকল্পিত হামলা করায় কোটচাঁদপুর রিপোটার্স ইউনিটির সভাপতি ও সাধারন সম্পাদক জাহিদ জামান ও সুমন সহ স্থানীয় সাংবাদিকরা হামলাকারীদের বিচার দাবি করেছেন।

 

শৈলকুপায় সাপের কামড়ে শিশুর মৃত্যু
শৈলকুপা সংবাদদাতাঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামে সাপের কামড়ে ইজাহিদ হোসেন নামের ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনোয়ার হোসেন মোল্লার ছেলে। শিশু ইজাহিদ বাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। বাগুটিয়া গ্রামের সাহেব আলী নামের এক ব্যক্তি জানান, শুক্রবার রাতে শিশু ইজাহিদ তার পিতার সাথে ঘুমিয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে তাকে একটি বিষধর সাপে দংশন করে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে গ্রামের এক কবিরাজের নিকট নিয়ে চিকিৎসা শুরু করে। কবিরাজের ঝাড়ফুক চলাকালিন শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

ঝিনাইদহে করোনা প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা
ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহে করোনার সংক্রমন প্রতিরোধ ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব নুর-উর-রহমান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদসহ অন্যান্যরা। বক্তারা, উপজেলা পর্যায়ে করোনার সংক্রমন রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সচেতনা বৃদ্ধির বিষয়ে নানা কর্মসূচী গ্রহণের সিন্ধান্ত নেন।

২০ হাজার টাকা ঘুষ দাবি: ঝিনাইদহের ডাকবাংলায় ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে ক্যাম্পের এএসআই রাম প্রসাদ বরখাস্ত
ঝিনাইদহ সংবাদদাতাঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের এএসআই রামপ্রসাদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সার ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ প্রমাণিত হওয়ার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার বলেন, অপরাধ করলে কেউ ছাড় পাবেনা। ইতিমধ্যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলার ডাকবাংলা বাজারের সার ব্যবসায়ী ও উপজেলার পোতাহাটি গ্রামের আব্দুর রাজ্জাক আমিনের ছেলে আনিচুর রহমানকে স্থানীয় পুলিশ ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। এর আগে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাজারের সারপট্টির গলিতে ফেন্সিডিল রাখা হয়। এরপর হঠাৎ করে এএসআই রামপ্রসাদ সেখানে আসেন এবং ফেন্সিডিল পাওয়া গেছে বলে আনিচুরকে পুলিশ ক্যাম্পে ধরে নিয়ে যাওয়া হয়। পরে এ খবর জানাজানি হলে সাধুহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির উদ্দিনসহ ওয়ার্ড মেম্বর আনারুল পুলিশ ক্যাম্পে যান। এ সময় ২০ হাজার টাকা দাবি করে এএসআই রামপ্রসাদ। পরে নগদ ১০ হাজার টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় আনিচুরকে। পরে এ ব্যাপারে পুলিশ সুপারের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুপার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। বুধবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার মাঠে নামেন এবং গভীর রাত পর্যন্ত তদন্ত করেন। বৃহস্পতিবার ফের এলাকার চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। পরে বিকেল ৩টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আরেক দফায় তদন্ত অনুষ্ঠিত হয়। অভিযোগের সত্যতা পাওয়ার সন্ধ্যায় পুলিশ সুপার ওই এএসআইকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ জারি করেন।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION