সাভার ও আশুলিয়া এলাকায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বুধবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডা. এনামুর রহমান সরণি ও একটি রাস্তা উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সাভার ও আশুলিয়ায় এক ইঞ্চি অবৈধ গ্যাস সংযোগ থাকবে না। এরইমধ্যে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলছে। যারা অবৈধ গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে সাভার ও আশুলিয়ায় থানায় বেশ কয়েকটি মামলা করা হয়েছে ও বেশ কয়েকজনকে এ অপরাধে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ডা.এনামুর রহমান।
তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে হতাহতদেরকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে ও আহতের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত সব মানুষকে সাহায্য করা হচ্ছে বলেও জানান তিনি।