1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কালিগঞ্জ মাটির নিচ থেকে ৬ মাস পর কিশোরের লাশ উদ্ধার

  • প্রকাশের সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫ বার সংবাদটি পাঠিত
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে নিখোঁজের ৬মাস পর বাড়ির পার্শ্ববর্তী বাগানের মাটি খুঁড়ে  কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোরের নাম আরিফুল ইসলাম (১৭)। আজ শুক্রবার বিকালে প্রতিবেশীরা মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে।
হত্যার পর লাশ গুম করার অভিযোগে নিহত কিশোরের পিতা ও সতমাকে আটক করে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্পাফুল গ্রামের ঢালী পাড়া গ্রামে। স্থানীয় ইউপি সদস্য সাইলুজ্জামান খান সাইলু জানান, প্রায় ৬ মাস যাবৎ আরিফুল ইসলাম নিখোঁজ ছিল। আরিফুল ইসলামের অবস্থান সম্পর্কে প্রতিবেশীরা তার পিতা ইমান আলী মোড়ল ও তৃতীয় স্ত্রী জোহরা খাতুনকে অনেকবার জিজ্ঞাসা করলেও তারা বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আসছিল।
একপর্যায়ে আজ শুক্রবার এলাকাবাসী ঘটনাটি স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের সদস্য কাইয়ুম গাইনকে জানান। ইউপি সদস্য কাইয়ুম গাইন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইমান আলী মোড়ল ও সতমা জোহরা খাতুনের নিকট আরিফুল ইসলাম কোথায় আছে সে সম্পর্কে জানতে চাপ সৃষ্টি করে। এ সময় চাপের মুখে তারা বলেন, গত চৈত্র মাসের ১/২ তারিখ রাতে তাদের ছেলে বাড়ির পাশের একটি গাছের ডালে দড়ির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। পরদিন সকালে ঝুলে থাকা লাশ দেখতে পেয়ে তারা গাছ থেকে লাশ নামিয়ে কাউকে কিছু না জানিয়ে বিকেলে বাড়ির পাশে বাগানের মধ্যে কবর দেয়।
আত্মহত্যার ঘটনা কাউকে জানানো হয়নি কেন জানতে চাইলে তারা জানান, পুলিশকে জানালে মৃত ছেলের কিডনি খুলে নিয়ে যাবে। সে জন্য কাউকে না জানিয়ে ইমান আলী একাই বাড়ির পাশে কবর খুঁড়ে তাকে দাফন করে। তাদের রহস্যজনক আচরণ ও বক্তব্যের প্রেক্ষিতে জনতা আরিফুলকে হত্যার পর লাশ গুম করার জন্য পুঁতে রাখার অভিযোগ আনে। এ সময় ইমান আলী ও জোহরা খাতুনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। পরে খবর পেয়ে থানার ওসি দেলোয়ার হুসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
থানার এসআই চিন্ময় মন্ডল রাত সাড়ে ৮টার দিকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের থানায় আনা হচ্ছে। মামলা দায়েরের পর লাশ উত্তোলনের উদ্যোগ নেওয়া হবে।
প্রসঙ্গত, আরিফুল ইসলাম ইমান আলী মোড়লের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান। দ্বিতীয় স্ত্রীর শরিফুল ইসলাম (১০) নামে একটি ছেলে রয়েছে। সে হাফেজিয়া মাদরাসায় পড়ছে। প্রথম ও দ্বিতীয় স্ত্রী ইমান আলীকে ছেড়ে চলে গেছে। সর্বশেষ স্ত্রী জোহরা খাতুনের কোনো সন্তান নেই।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION