1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন মাঠে ফিরে এসেছে খেলা-ধুলা শুরু হয়েছে প্রশিক্ষন

  • প্রকাশের সময় শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ১৭০ বার সংবাদটি পাঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  দ্বীর্ঘ ৬মাস বন্ধের পর মাঠে ফিরে এসেছে খেলা-ধুলা এবং শুরু হয়েছে বিভিন্ন খেলার প্রশিক্ষন। খেলোয়াড়দের প্রত্যাশা সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অশুভ সকল কিছু ত্যাগ করে নতুন দিনের সপ্ন দেখা। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার অবস্থিত “চ্যাম্পিয়ন কারাতে-দো একাডেমী বাংলাদেশ” এর কারাতে (মার্শাল আর্ট) খেলোয়াড়দের বিভিন্ন জিজ্ঞাসাবাদে তারা জানান, দ্বীর্ঘ ৬মাস পর মাঠে মিলেছে খেলা-ধুলা, করোনা নামক অশুভ সকল শক্তি কে ত্যাগ করে নতুন দিনের প্রত্যাশায় জেলা ও দেশের জন্য ভালো কিছু করার আশায় আমরা আবারো প্রশিক্ষন শুরু করেছি। তবে এবার প্রত্যাশা নতুন দিনের আশায় ভালো ফলাফল করে আবারো অতীতের মত ফিরে আসতে চাই ভালো অভিজ্ঞতা নিয়ে। এ নিয়ে আরো একজন কারাতে খেলোয়াড় কে জিজ্ঞাসা বাদে তিনি জানান, করোনার কারনে বন্ধ রয়েছিল দেশের সকল কার্যক্রম তবে ধিরে ধিরে দেশের সকল স্তর সাভাবিক হতে শুরু করায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর নির্দেশনা সাপেক্ষে ও বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর অনুমতি সাপেক্ষে অত্র একাডেমী আবারো শুরু করেছে প্রশিক্ষন। তবে আমাদের সকলের প্রত্যাশা গতদিনের মত বিভিন্ন খেলায় অংশগ্রহন করে সস্তির পদক ও দেশের জন্য ভালো কিছু করে বাংলাদেশ কে পৃথিবীর বুকে তুলে ধরা। আসুন সকলে মাদক থেকে দূরে থাকি, খেলা-ধুলার প্রতি আগ্রহি হয় এবং কারাতে খেলার প্রতি আকৃষ্ট হতে বলেন। “কারাতে করে বাড়ে বল, মাদক ছেড়ে কারাতে খেলতে চল” “জীবনের বাজি ধরতে হলে কারাতে করে জীবন মেলে” “আন্তর্জাতিক অঙ্গনে কারাতে হাজারো পদক অর্জনে”

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION