বিশেষ প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলাসহ যশোর জেলার ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সরকারি বাসভবনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
ইউএনওদের নিরাপত্তায় গত বৃহস্পতিবার বিকাল থেকে আট উপজেলার নির্বাহী অফিসারদের সরকারি বাসভবনে চারজন করে ৩২জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
যশোর জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট ড. লুৎফর রহমান জানান, ইউএনওদের বাসায় নিরাপত্তার জন্য আট উপজেলায় ৩২জন আনসার সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।বৃহস্পতিবার আনসার সদস্যরা নিরস্ত্র অবস্থায় থাকলেও গতকাল শুক্রবার থেকে তাদের হাতে অস্ত্র দেয়া হয়েছে। নিয়োগ হওয়া আনসার সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব কঠোরভাবে পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিষয়টি সম্পর্কে মনিরামপুর উপজেলা আনসার-ভিডিপি অফিসার ফারুক হোসেন ইসলাম বলেন, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের সরকারি বাসভবনে চারজন আনসার সদস্যকে অস্ত্রসহ মোতায়েন করা হয়েছে।
মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান জানান, বৃহস্পতিবার থেকে তার সরকারি বাসভবনে চারজন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার সদস্যদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন।