বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল খড়িডাঙ্গা গ্রাম থেকে ৪ টি গাঁজা গাছ ও বারোপোতা গ্রাম থেকে পরিত্যক্ত ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর)রাতে পৃথক অভিযান চালিয়ে গাঁজা গাছ ও ফেন্সিডিলের চালান আটক করা হয়। আশানুরের নিজ বাড়িতে গাঁজার চাষ করার অপরাধে পলাতক আসামি করে থানায় একটি মামলা হচ্ছে। খড়িডাঙ্গা গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান ফেন্সিডিল ও গাঁজা গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গাঁজা গাছ চাষ করার অপরাধে একজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে এবং ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।