আক্তার মাহমুদ ( ঝিকরগাছা) : স্বাধীনতা পরবর্তী যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান আমিন উদ্দীন (৯০) বার্ধক্যজনিত কারণে আজ (০২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫ঃ২০ টায় ইন্তেকাল করেছেন। আজ দুপুর ২ টায় তার নিজ গ্রাম দিঘড়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ আদায় ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়ীতে ছুঁটে যান ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। সাথে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা শামিম রেজা সহ উপজেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।