শার্শা প্রতিনিধি ঃ যশোরের শার্শা বাগআঁচড়া থেকে ২লক্ষ ৭৫ হাজার ২০০পিস ভারতীয় পেরাকটিন সাইপরো হেপটেডিন ট্যাবলেট সহ দুই পাচারকারীকে আটক করে র্র্যাব-৬।
বুধবার (২ সেপ্টেম্বর)দুপরে তাদের কে আটক করা হয়। আটকৃতরা বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের আনছার আলীর ছেলে জাহিদুল আলী (৩১) ও একই এলাকার মৃতঃ আবুল হোসেনের ছেলে আজিজ (৩৮)।
র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসেন জানান, গোপন সংবাদে শার্শা বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা মাকলা চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ঔষধ সহ তাদেরকে আটক করা হয়।আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।