বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৮ বোতল ফেন্সিডিল সহ মাসুম বিল্লাহ (২২)নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার(১ সেপ্টেম্বর)বিকাল৫টার সময় শিকড়ী গ্রাম থেকে আটক করা হয়। আটকৃত পাচারকারী বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের হরিনাপোতা পাড়ার হাফিজুর রহমানের ছেলে।সে এলাকায় ফেন্সিডিল ও ইয়াবা পাচারকারী হিসাবে পরিচিত। ৪৯বিজিবি বেনাপোল ক্যাম্পের সুবেদার লালমিয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে শিকড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।সে একজন চিহ্নিত মাদক পাচারকারী। এর আগেও তার বাড়িতে বিজিবির অভিযান চালানো হয়েছিল। কিন্তু অভিযান টের পেয়ে মাদকদ্রব্য সরিয়ে ফেলায় আটক করা সম্ভব হয়নি।তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্থানীয়রা জানায়,বহনকারীরা আটক হলেও প্রকৃত মালিকরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাইরে।কিছু অসাধু ব্যাবসায়ীরা প্রশাসনকে ম্যানেজ করে এ ব্যাবসা চালিয়ে যাচ্ছে এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।