আসাদুর রহমান শার্শা প্রতিনিধি ঃ যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি সহ বাহার আলী (৩৪) নামে এক যুবককে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ । মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। আটক বাহার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তিতে নাভারণ পুরাতন বাজার এলাকার একটি বাড়িতে অস্ত্র বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে পুলিশ আশিক নামে একজনের বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ির ভাড়াটিয়া বাহারকে আটক করে। পরে, বাহারের কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, আটক আসামির বিরুদ্ধে ঝিকরগাছা থানার অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।