1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

কালিগঞ্জে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাস্তা নষ্টের অভিযোগ

  • প্রকাশের সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৯ বার সংবাদটি পাঠিত
কালিগঞ্জে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে রাস্তা নষ্টের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ কালিগঞ্জে এল.জি.ই.ডি’র কার্পেটিং রাস্তার উপর বালু ব্যবসায়ীদের উন্মুক্ত পরিবেশে বালু ব্যবসা করে রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা বিঘœ সৃষ্টিতে নিষেধ করায় এক পথচারীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হওয়ায় হুমকির অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ টু বসন্তপুর ওয়াপদা কার্পেটিং রাস্তার ফজর আলীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে বালু ব্যবসায়ি রফিকুল ইসলাম রফিক ও সাজ্জাত গাজীর বিরুদ্ধে কালিঘঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে বসন্তপুর গ্রামের মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাক গাইনের পুত্র বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী রফিকুর জামান রুমি। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ টু বসন্তপুর ওয়াপদা কার্পেটিং রাস্তার পাশে সরকারী জায়গা দখল করে প্রভাবশালী মহল বালুর আড়ৎ গড়ে তুলেছে। দীর্ঘদিন অবৈধ বালুর স্তুপের কারনে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিদিন বালু বহনের জন্য ১৫ টন বা ৫০০ ফুটের অধিক বালু ভর্তি ট্রাকসহ অবৈধ যানবাহন চলাচলে রাস্তাঘাট ভেঙে ও বসে গিয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে এবং নতুন সড়কে ফাঁটল দেখা দিয়েছে। বর্তমানে রাস্তাটি খানাখন্দের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। তাছাড়া বালু বহনের যানবাহন চলাচলে সড়কের পাশে বসতবাড়ি ও জানমালের ব্যাপক ক্ষতি হচ্ছে। বালুর স্তুপ রাস্তার উপরে আসায় সরিয়ে নিতে বলায় বালু ব্যবসায়ী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মৃত আবু বক্কার মোল্লার ছেলে রফিকুল ইসলাম রফিক ও আব্দুল গফুর গাজীর ছেলে সাজ্জাত গাজী তাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে গালিগালাজ ও মারপিট করতে উদ্যত হয়ে জান-মালের হুমকি দেয়। তাদের ভয়ে এলাকার মানুষ সহজে মুখ খুলতে সাহস পায় না। উপায়ন্তর না পেয়ে ওয়াপদা কার্পেটিং রাস্তার ওপর বালু ব্যবসা বন্ধের প্রতিকার চেয়ে অভিযোগটি দায়ের করেন এই ভুক্তভোগী। এ বিষয়ে সরেজমিনে গেলে জানা যায়, গত ১৪ই মার্চ শনিবার দুপুরের দিকে একই রাস্তায় বালু ভর্তি একটি অবৈধ মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রউফের মেয়ে শামিমা বেগমের বসতঘরে আঘাত করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রতিকার চেয়ে বালু ব্যবসায়িদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। তারই পরিপ্রেক্ষিতে বালু ব্যবসায়িদের বিরুদ্ধে তদন্তপূর্বক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ৩৫৪ নং স্মরকে ততকালীন উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সিফাত উদ্দিনকে দায়িত্ব দেন। কিন্তু করোনা প্রাদুর্ভাবের কারণে সেই তদন্তের কোন অগ্রগতি হয়নি। অবশেষে তিনি বদলি বদলি জনিত কারনে অন্যত্র চলে যান। এ বিষয়ে বালু ব্যবসায়ি সাজ্জাত গাজী বলেন, রাস্তার উপর বালুর স্তুপ চলে আসায় রুমি সরিয়ে নিতে বলে। তবে তার সাথে আমি কোন খারাপ ব্যবহার করিনি। এসময় অপরজন ব্যবসায়ি রফিকুল ইসলামকে পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন বলেন পথচারীদের সাথে বালু ব্যবসায়ীদের এমন আচরণ দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলর নিকট অভিযোগের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, অভিযুক্ত বালু ব্যবসায়িদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে। নোটিশের জবাব পাওয়ার পর শুনানি করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION