কাজী সবুজঃ গাজী ইয়াকুব এর তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের যশোর জেলা টিমের আজ ১৭তম করোনা পজেটিভ রোগীর কাফন-দাফন সম্পন্ন করেছে। সোমবারে যশোর জেলা ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি কামরুল আনোয়ার নাঈমের অনুরোধে যশোর জেলার তাকওয়া ফাউন্ডেশনের টিম উক্ত দাফন কার্য সম্পন্ন করে। যশোর সদরের ওয়াপদা নিবাসী ডাঃ আখতারুজ্জামান এর মা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। বরাবরের মতো মানবতার ডাকে সাড়া দিয়ে দাফন কার্যে অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফ ইয়াছিন, জেলা সমন্বয়কারী নাছিম খান, ইউসুফ আলী, তাহমিদ খান, আজাদ, মোহেবুল্লাহ, মাহমুদুল হাসান, সাইয়্যেদাতুন্নেচ্ছা এবং মুক্তা খাতুন।
সোমবারে যশোর টিমের দাফন কাফনের মাধ্যমে তাকওয়া ফাউন্ডেশন কেন্দ্রীয় ভাবে ৫০০ তম দাফন কার্য সম্পন্ন করলো।
যশোর জেলার তাকওয়া ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী নাছিম খান বলেন, যশোর জেলার মধ্যে করোনা নিশ্চিত অথবা উপসর্গ বা স্বাভাবিকভাবে মৃত্যু হলে আমাদেরকে জানালে, আমরা সকল প্রকার স্বাস্থ্যবিধি ও শরিয়ত সম্মতভাবে কাফন-দাফন করি। এছাড়া তিনি আরো বলেন যে, তাকওয়া ফাউন্ডেশন যশোর জেলা টিম কাফন-দাফনের জন্য মৃতের পরিবার হতে কোনো খরচ গ্রহন করে না।