শাহাদাত হোসেনঃ বিশ্বে করোনা ভাইরাসের এমন পরিস্থিতিতেও থমকে নেই মানুষের জনসমাগম, তাদের মাঝে যেনো এখনো অসচেতন ভাব রয়েই গেছে।
করোনা যখন মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে ঠিক তখনো বাজারের আনাছে-কানাচে দেখা যায় গনমানুষের ঢল।খাদ্যের চাহিদা এবং যোগানের ঠিক সামঞ্জস্যপূর্ণতা না থাকায় ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জনে ব্যস্ত। এরই ধারাবাহিকতায় আজ সোমবার সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলার
বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন
সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল এঁর নির্দেশে সাতক্ষীরা শহরের বিভিন্ন হোটেল ও মিষ্টান্ন প্রস্তুতকারী দোকানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে ও স্বাস্থ্যহানীকর উপায়ে মিষ্টি, দধি প্রস্তুত ও বিক্রির দায়ে দোকান মালিককে অর্থ দন্ড প্রদান করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির রেজিষ্ট্রেশনসহ অনান্য ডকুমেন্টস না থাকায় বিভিন্ন মোটরসাইকেল আরোহীকে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অর্থ দন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল আমিন জানান জনস্বার্থে এই ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।