1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

বেনাপোলে সীমান্তে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

  • প্রকাশের সময় সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ৮৮ বার সংবাদটি পাঠিত

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তে পৃতক অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও দৌলতপুর ও ধান্যখোলা সীমান্ত থেকে ৩১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারে নাই।

সোমবার(৩১আগস্ট)রাত৮ টার সময় বেনাপোল বিভিন্ন সীমান্ত থেকে আটক করা হয়। বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা ১০ কেজি গাঁজা, দৌলতপুর বিজিবি পোস্টের সদস্যরা ১৮০ বোতল ফেনসিডিল এবং ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা ১৭০ বোতল ফেনসিডিলসহ মোট ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমাণ গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০ কেজি গাঁজা এবং দৌলতপুর ও ধান্যখোলা সীমান্তে মাঠের মধ্য থেকে ৩১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা ও ফেন্সিডিলের চালান যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান ক্যাম্প কমান্ডাররা।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION