বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তের বারোপোতা গ্রাম থেকে ৫১ পিচ ইয়াবা সহ রুবেল হোসেন(২৮) নামে এক যুবককে আটক করেছে যশোর র্যাব -৬।
সোমবার (৩১ আগস্ট)দুপরের সময় বারোপোতা গ্রাম থেকে আটক কর হয়।
আটককৃত আসামি মহিষাডাঙ্গা গ্রামের মোসারফ হোসেন এর ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম সরোয়ার হোসাইন বিকাল ৪ টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারোপোতা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা সহ এক জনকে আটক করা হয়।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামালা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।