সোহাগ হোসেনঃ যশোরের বেনাপোলের সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশী অজ্ঞাত এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। লাশ বিএসএফ উদ্ধার করে নিয়ে গেছে।
সোমবার(৩১আগস্ট) গভীর রাতে কোন এক সময় ওই যুবককে বিএসএফ গুলি করে হত্যা করে।
স্থানীয়রা জানান, ধান্যখোলা গ্রামের সীমান্ত মাঠের কাটাতারের কাছে এক যুবকের লাশ দেখতে পাওয়া যায়। ধারনা করা হচ্ছে ওই যুবক ভারতে কোন চোরাচারালানি পণ্য আনতে গেলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করে। সকাল ১১ টার দিকে লাশটি বিএসএফ নিয়ে যায়।
৪৯ ধাণ্যখোলা ক্যাম্পের বিজিবির সুবেদার শহিদুল ইসলাম বলেন, ২৭ নং পিলার থেকে ২০০ গজ দুরে ভারতীয় কাঁটাতারের নিকট একটি লাশ পড়ে ছিল। তবে লাশটি বাংলাদেশী না ভারতীয় তা জানা যায়নি। এলাকার ও কেউ দাবি করে নাই তাদের কোন স্বজন নিখোজ হয়েছে। লাশটি ভারতীয় বিএসএফ নিয়ে গেছে।