আর,হাসানঃ দামুড়হুদা মডেল থানা পুলিশের সদস্যরা একটি পালসার ১৫০ সিসি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে গ্রেফতার করেছেন। রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-দামুড়হুদা উপজেলার ইব্রাহীমপুর স্কুলপাড়ার আজিজুল হকের ছেলে সাগর আহম্মেদ অরফ নিলু (২৮), কেশবপুর হঠাৎপাড়ার ছানোয়ার হোসেনের ছেলে ফজলুরর রহমান (২৬), ও দশমী পাড়ার আয়ুব আলীর ছেলে সোহেল রানা (২২)।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯ টা দিকে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেক এর নির্দেশনায় এস আই মো: কেরামত আলী সঙ্গীয় ফোর্সসহ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে একটি চোরাই পালসার ১৫০ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।