চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামে ফরিদ আলী ওরফে ফুরু মিস্ত্রির হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন করেছে এলাকার সর্ব্স্তরের মানুষ। ৩০ শে আগস্ট বিকেল চারটার সময় প্রায় হাজার খানেক নারী পুরুষ মানব বন্ধনে অংশগ্রহণ করে। এসময় বক্তারা ফুরু’র হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর কালিতলা গ্রামের মৃত হিরু মন্ডলের ছেলে ফরিদ আলী ওরফে ফুরু মাসিক চক্তিতে দির্ঘদিন থেকে একই ইউনিয়নের দানিয়ালগাছি গ্রামের ইলিয়াস আলীর ছেলে মো. সাদিকুল ইসলাম সাদল(৩৬)’র আম বাগান পাহারা দিত। পাহারাদার ফুরু দুই মাসের বকেয়া বেতনের টাকা চাইতে গেলে বাগান মালিক সাদল তাকে অতর্কিতভাবে মারধর শুরু করে। মারধরের ঘটনায় একই গ্রামের মৃত মুঞ্জর গোড়িয়ার ছেলে হাবিবুর রহমান(২৫), আঃ সাদিকের ছেলে ডালিম মিয়া(২২) সাদলের পক্ষে ফুরুকে মারধর করে। এসময় ফুরু ঘটনাস্থলেই মারা যায়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তিন আসামীকে শিবগঞ্জ থানা পুলিশ আটক করেছে। আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকার হাজারো মানুষ বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তোলে।