1. jitsolution24@gmail.com : admin :
  2. shantokh@gmail.com : Sharif Azibur Rahman : Sharif Azibur Rahman

শার্শায় গর্ভবর্তী নারীর পেটে লাথি, রক্তক্ষরন অবস্থায় হাসপাতেলে ভর্তি

  • প্রকাশের সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৯৭ বার সংবাদটি পাঠিত

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার লক্ষনপুর গ্রামে প্রতিবেশীদের সাথে রান্তা নিয়ে দ্বন্দে প্রতিপক্ষের আঘাতে গর্ভবর্তী এক নারী আহত হয়েছে। আহত হয়েছে তার ভাসুর আবু হাসান (৪০)। আহত দুই জনকেই শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত গর্ভবর্তী রিতার শরীর দিয়ে প্রচুর রক্তপাত হচ্ছে বলে তার ভাই অভিযোগ করেছে। আহত রিতা লক্ষনপুর গ্রামের আশিক রহমানের এর স্ত্রী এবং হাসান একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে।

রিতার মামা রুবেল হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার তার বোনের বাড়ির রাস্তা বন্ধ করে দেওয়া নিয়ে প্রতিবেশী সাহাবুদ্দিন ও ইসমাইল আমার বোনকে মারধর করে। একপর্যায় ৪ মাস ৮ দিন গর্ভবর্তী রিতার পেটে লাথি মারে সাহাবুদ্দিন। এতে তার শরীর দিয়ে প্রচুর রক্তক্ষরন হয়ে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় হাসপাতালের ডাক্তার রিতাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সেের ডাক্তার এ বি এম আক্তার মারুফ এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, এরকম একটি ঘটনা ঘটেছে। তিনি চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে শার্শা থানার ওসি বদরুল আলম বলেন, থানায় কেউ অভিযোগ করে নাই, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি সেয়ার করে পাশে থাকুন

একই বিভাগের আরো সংবাদ
© All rights reserved  2024
Design by JIT SOLUTION