বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে অপহরণকৃত কিশোরীকে দুই দিন পর উদ্ধার ও অপহরনকারী মোর্তেজুল হক রাজীব (৩৪) কে আটক করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ।উদ্ধারকৃত কিশোরী বেনাপোল পোর্টথানাধীন দৌলতপুর গ্রামের মাহবুরের মেয়ে।আটকৃত আসামী খুলানা জেলার টুটপাড়া দোলকোলা গ্রামের মোজাম্মেল হক এলাহীর ছেলে।
কিশোরী মামা আরিফুল ইসলাম বলেন,এক মহিলার যোগ সাজেসের মাধ্যমে তার ভাগ্নী কে নিয়ে পালিয়ে যায় রাজীব।পরের দিন তার বোন বেনাপোল পোর্টথানায় অভিযোগ করেন। পোর্ট থানা পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে খুলনা হতে আসামী কে আটক করা হয়। তার স্বীকারুক্তি মতে কিশোরি কে উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং৩১ তাং২৬/৮/২০ দায়ের করেন। ধৃত আসামী মোর্তেজুল খুলানা জেলার টুটপাড়া এলাকাধীন দোলকোলা গ্রামের বাসীন্দা মোজাম্মেল হক এলাহীর পুত্র।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রফিক জানান,তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা থেকে নিঁখোজ কিশোরী কে উদ্ধার করা হয়। মামলার ভিকটিমকে মেডিকেল ও আসামী কে কোর্টএ প্রেরণ করা হয়েছে।