সোহাগ হোসেনঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯০ বোতল ফেন্সিডিল সহ আমান আলী(২০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।
শুক্রবার(২৮আগস্ট)দুপুর১২টার সময় সীমান্ত ঘাঁষা সাদিপুর গ্রাম থেকে ফেন্সিডিল সহ আটক করা হয়।আটকৃত আসামি পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের মৃতঃ আমির আলীর ছেলে।
৪৯বিজিবি চেকপোস্ট আইসিপি ক্যাম্প সুবেদার আব্দুল ওহাব জানান গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর গ্রামের ডাক্তার বাড়ি পোষ্টের পাশ থেকে ৯০ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।আটকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।