মণিরামপুর প্রতিনিধি: প্রতিমন পাটের সর্বনি¤œ মূল্য তিন হাজার টাকা নির্ধারণ এবং ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধান ও নদ-নদী খননসহ ৫ দফা দাবীতে মণিরামপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি পরিতোষ দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক বিকাশ রায়, কোষাধ্যক্ষ বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক ডা. দেব কুমার মন্ডল, কৃষক নেতা আশরাফ আলী, পরিমল কান্তি বিশ্বাস, মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি প্রদানের বিষয় নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান।