সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ যশোরেরবেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান সুটারগান পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গবার(২৫ আগস্ট)গভীর রাতে অস্ত্রের চালান টি উদ্ধার করেন।তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয় নাই।
৪৯আইসিপি ক্যাম্প সূত্রে নিশ্চিত করে জানায়, বিজিবির নিজস্ব গোয়েন্দা বিএসবি এফএস নায়েক মোঃ জয়নুল আবেদীন এর তথ্যের মাধ্যমে সাদিপুর গলাচিপা পোস্টের একটি টহলদল জনার মসজিদের জোড়া কবর এর পাশে থেকে একটি ওয়ান সুটারগান ও এক রাউন্ড
গুলি উদ্ধার করা হয়।বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।উদ্ধারকৃত পিস্তল ও গুলি পোর্ট থানায় জমা দেয়া হবে।