সোহাগ হোসেন বেনাপোল,প্রতিনিধিঃযশোরের বেনাপোলে কোদলা নদীতে সাঁতার কাটর সময় পানির নিচে তলিয়ে ইকরামুল (১৫) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
শনিবার(২২এ আগস্ট)দুপুর ১.২০মিনিটের দিকে ধান্যখোলা গ্রামের জোড়া ব্রিজ কোদলা নদীতে তিন বন্ধু সাঁতার কাটতে যেয়ে এক বন্ধু পানিতে তলিয়ে যায়।ইকরামুল বেনাপোল পোর্ট থানাধীন ধ্যান্যখোলা দক্ষিনপাড়া গ্রামের ইমাদুলের ছেলে। তলিয়ে যাওয়ার ৭ ঘন্টা পর খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরী দল মৃতদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।
স্থানীয়রা জানায়, ইকরামুল, রনি ও নয়ন কোদলা নদীর ব্রীজ থেকে লাফিয়ে সাঁতার কেটে দক্ষিন দিকে যায়। সেখান থেকে সাতারে ফেরার সময় রনি ও হাবিবুল্লাহ ব্রীজের উপর উঠলেও ইকরামুল উঠতে পারে নাই।
এ প্রসঙ্গে রনি বলে আমরা একসাথে সাঁতার কেটে আসছিলাম। ব্রীজের কাছে এসে ইকরামুল তলিয়ে যায় । তাকে আমরা দেখতে না পেয়ে খুজাখুজি করে গ্রামের লেকজনদের খবর দেই। গ্রামের লোকজন এসে খোজাখুজির চেষ্টা করে তাকে উদ্ধার করতে পারে নাই।তখন বেনাপোল ফায়ার সার্ভিস ইউনিটকে খবর দেই।
বেনাপোল ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান তৌহিদুর রহমান সুমন বলেন, আমরা ৬সদস্য বেনাপোল ইউনিট নিয়ে উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হয়ে। খুলনা থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা ৬.৪৫মিনিটে মৃতদেহ উদ্ধার করেছে।
এ সময় কোদলা নদীর দু ধারে কয়েক হাজার নারী পুরুষ উদ্ধার কাজ দেখার জন্য ভীড় জমিয়েছে।স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।
এ ব্যপারে বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমানকে ফোন করলে তিনি বলেন সন্ধ্যা হয়ে গেছে আমি ঘটনাস্থলে যেয়ে কি করব। নৌকা ম্যানেজ করে দিয়ে কিশোরকে উদ্ধারের সাহায্য করতে পারেন একথা বলার পর তিনি ফোন কেটে দেন।
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ ঘটনাসস্থল পরিদর্শন করেছেন। লাশ থানায় আনা হবে কিনা জানতে চাইলে বলেন না এটা ওসি স্যার বলেছে লাশ স্বজনদের কাছে দিয়ে দেওয়ার জন্য।