প্রেস বিজ্ঞপ্তি : যশোরে আরো ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। শনিবার জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, শুক্রবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷
সিভিল সার্জন অফিসের দায়িত্বরত তথ্য কর্মকর্তা রেহেনেওয়াজ জানান, জেলায় ২২৯টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত এই ৯৯ জন পজেটিভ৷ শনিবার দুপুর পর্যন্ত যশোর জেলায় দুই হাজার ৭৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে ইতোমধ্যে এক হাজার ৬৩২ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৩৬ জন। এগুলো হলো সদর উপজেলায় ৪৯ জন, কেশবপুর ১৩ জন, অভয়নগর ৫, চৌগাছা ৫, মনিরামপুর ৯, শার্শা ৬, ঝিকরগাছা ১২ জন রয়েছেন।#