স্টাফ রিপোটার: গত কাল শুক্রবার বিকাল ৫টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে সতিঘাটা বাজার মৎসলীগেরলীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ৪,৫,৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম দেশ ও জাতির কল্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগ্রনী ভূমিকা এবং ১৯৭৫ সালের ১৫আগষ্ট বঙ্গবন্ধু হত্যার পরে দেশে যে অরাজগতার সৃষ্টি হয় সে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মুক্তিযোদ্ধা ও প্রবীন সনাতন ধর্মীদের মাঝে জায়নামাজ ও ছাতা বিতরণ করেন তিনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এসএম জাহাঙ্গীর হোসেন খোকন ।প্রধান আলোচক মাহমুদুল হাসান লাইফ, যুগ্ন সাধারণ সম্পাদক যশোর জেলা তরুনলীগ।ইউনিয়ন ছাত্রলীগ নেতা আননুর রাতুল ছাড়াও স্থানীয় অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।